চকোরিয়ার মুহাম্মদ ফরিদুল রেজা ফাহিম নামে হিফজখানার ছাত্র হারিয়েছে আজ ২দিন ধরে।
গত শনিবার ৩১ডিসেম্বর সকাল ৯ টায় মাদ্রাসায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। তখন থেকে বিভিন্ন জায়গায় খুঁজাখুজি করেও তার সন্ধান পাওয়া যায়নি বলে জানান ফাহিমের পরিবার।
সে পশ্চিম বাটাখালী ৩ নং ওয়ার্ড় পৌরসভার বাসিন্দা টেইলার্স মোহাম্মদ ফরিদুল আলমের ১মাত্র পুত্র বলে জানা যায়।
চকোরিয়া বানিয়ারচর হামিউচ্ছুন্নাহ হেফজখানা ও এতিমখানা মাদরাসার ছাত্র।
এদিকে জিদ্দাবাজারের প্রবাসী শিল্পী মুহাম্মদ আজিজুল হক বিপ্লবের আপন ফুফাতো ভাই বলে জানান।
কেউ সহৃদয়বান ব্যক্তি সন্ধান পেয়ে থাকলে অনুগ্রহ করে নিম্নোক্ত নাম্বারে জানাবেন।
যোগাযোগ- ০১৮৪০৬৩০২৩২/০১৮২৭৪৭৫৭২৭