রাউজান আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ের ৮০ বছর পুর্তিতে প্লাটিনাম জয়ন্তী ও প্রাক্তন ছাত্র- ছাত্রীদের পুনর্মিলনী উৎসব উপলক্ষে আজ শুক্রবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে পুনর্মিলনী উদযাপন পরিষদ। কর্মসুচীর মধ্যে রয়েছে, র্যালী, উদ্বোধনী অনুষ্ঠান,সম্মাননা প্রদান, শুভেচ্ছা কথামালা, প্রীতিভোজ, স্মরণিকা অবমুক্তায়ন, স্মৃতিচারণ,অমিতাভিয়ান আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্র ও আতশবাজি উৎসব। এ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন রাউজানের সংসদ সদস্য এ.বি.এম ফজলে করিম চৌধুরী। উদ্বোধক হিসাবে থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য, একুশে পদকপ্রাপ্ত অধ্যক্ষ ড. প্রণব কুমার বড়ুয়া।সভাপতিত্ব করবেন জয়ন্তী ও প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনী উদ্যাপন পরিষদের সভাপতি প্রফেসর ডা. উত্তম কুমার বড়ুয়া। গতকাল বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের হল রুমে এক সংবাদ সম্মেলনে জানান উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক অঞ্চল কুমার তালুকদার।তিনি বক্তব্যে আরো জানান, ১৯৪২ সালে এই বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এই বিদ্যালয়ের অনেক প্রাক্তন ছাত্র- ছাত্রীর বর্তমান দেশ- বিদেশ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠার কর্মকর্তা-ও চাকরিজীবী।এছাড়াও এই বিদ্যালয়ের দু”জন প্রাক্তন ছাত্র একুশে পদ প্রাপ্ত।এদের অনুষ্ঠানে দেয়া হবে সম্মাননা। এতে বক্তব্য রাখেন প্লাটিনাম জয়ন্তী ও প্রাক্তন ছাত্র- ছাত্রী পুনর্মিলনী উদযাপন পরিষদের কর্মকর্তা-গণ।