চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পিএবি সড়ক দুর্ঘটনায় জমির উদ্দিন (২৭) মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত মো. জমির উপজেলা তৈলারদ্বীপ গ্রামের বহদ্দার বাড়ির জেবুল হোসেনের ছেলে। তিনি স্থানীয় কোরিয়ান ইপিজেড (কেইপিজেড)কারখানার চাকুরী করতেন। শুক্রবার রাত সাড়ে ৯টায় উপজেলার পিএবি সড়কে বুরুমছড়া রাস্তার মাথা মাজার গেট এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, শুক্রবার নিজের কর্মকাজ সেড়ে নিজ বাড়িতে মোটরসাইকেলযোগে ফিরছিলেন অনিয়ন্ত্রিতভাবে ভিন্ন গাড়ির সাথে তার মোটর সাইকেলের সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহযোগিতায় থানা পুলিশকে খবর দিলে পুলিশ আহত অবস্থায় প্রথমত উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে তার অবস্থার অবনতি দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ৪টায় তার মৃত্যু হয়েছে।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ মির্জা মোহাম্মদ হাসান বিষযটি নিশ্চিত করে বলেন,পারিবারিক ভাবে কোন মামলা না করায় ময়নাতদন্ত করে লাশ হস্থান্তর করা হয়েছে। মোটর সাইকেলটি জব্দ করা হয়েছে।