চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা গুনতে হলো ১ লাখ ৪০ হাজার টাকা।বুধবার (১১ জানুয়ারি) দুপুর থেকে বিকেল পযর্ন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কর্ণফুলী সহকারি কমিশনার (ভূমি) পিযুষ কুমার চৌধুরী এ জরিমানা প্রদান করেন।
অভিযানে ৪ প্রতিষ্ঠান হলো ওজনে কম দেওয়ায় কর্ণফুলী ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন ও বাসি খাবার বিক্রির দায়ে মইজ্জ্যারটের আল মক্কা হোটেলকে ৫০ হাজার টাকা, গরুর মাংস বিক্রয়কালে পরিমাপে কম দেওয়ায় পুরাতন ব্রীজঘাট এলাকার মের্সাস খাজা মাংস বিতানকে ২০ হাজার টাকা, একই অপরাধে বিশ্ব দরবার এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন (বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন) বিএসটিআই সহকারি পরিচালক মোহাম্মদ সাইফুর রহমান, ফিল্ড অফিসার প্রকৌশলী মোঃ মাহফুজুর রহমান, সিএমপি কর্ণফুলী থানার পুলিশ ও আনসার সদস্য।
ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরী বলেন, বাজারে ভেজাল খাদ্য ও যানজট দুর করতে অভিযান পরিচালনা করা হয়েছে। খাদ্যদ্রব্যে ও ফুয়েল বিক্রিতে ওজনে কম দেওয়ায় জনস্বার্থে এ ধরণের অভিযান অভ্যাহত থাকবে দুষ্কৃতকারীদের কোন মতে ছাড় দেয়া হবে না।