খাগড়াছড়ির গুইমারাতে অসহায় হত দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন করেছে ইউপিডিএফ(গনতান্ত্রিক)।
২৭ জানুয়ারি শুক্রবার সকাল সাড়ে ১০ টায় গুইমারা আশুতোষ টাওয়ার এর সম্মেলন কক্ষে ইউপিডিএফ গনতান্ত্রিক গুইমারা উপজেলা শাখার সহযোগী সমন্বয়ক সাগর চৌধুরীর সঞ্চালনায় ও সমন্বয়ক সত্য জীবন দেওয়ান নবীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউপিডিএফ গনতান্ত্রিক কেন্দ্রীয় কমিটির সদস্য সুলেন চাকমা। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, ইউপিডিএফ গনতান্ত্রিক রাঙ্গামাটি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সবিনয় চাকমা। সংক্ষিপ্ত আলোচনা শেষে শতাধিক শীতার্থদের মাঝে শীতবস্ত্র ও গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী প্রদান করা হয়।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইন্দ্রমনি কারবারি, পঞ্চ কুমার কারবারি, হিরন কান্তি কারবারী,আমতলী পাড়ার মহিলা কারবারি ম্রাপু কারবারি সহ নেতৃবৃন্দ।