চট্টগ্রামের চন্দনাইশে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে ২ হাজার ৫০০ পিচ ইয়াবা বড়িসহ ২ জনকে আটক করেছে থানা পুলিশ।
গতকাল বুধবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ পৌরসভা গাছবাড়ীয়া এলাকায় কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।
এসময় কক্সবাজার দিক থেকে ঢাকাগামী যাত্রীবাহি সেন্টমার্টিন বাস, যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ব-১৫-৭৫৯৫ এর যাত্রী কক্সবাজার, উখিয়া, বালুখালী এলাকার মো. সেলিম’কে (২১), ১ হাজার ৫০০ পিচ ইয়াবা বড়ি, ঢাকাগামী যাত্রীবাহি স্বাধীন ট্রাভেলস বাস, যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ব-১৩-২০০৬ এর যাত্রী কুমিল্লা, কোতয়ালী, ছোটরা এলাকার মো. সামশুল হককে (৬০), ১ হাজার পিচ ইয়াবা বড়িসহ আটক করা হয়।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেছেন, আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে, আসামিদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।