সারাদেশের ন্যায় চন্দনাইশে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গতকাল ১ জানুয়ারি চন্দনাইশের ৯১টি
সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৩৬টি বেসরকারি প্রাথমিক স্তরের প্রায় ২৯ হাজার শিক্ষার্থীদের হাতে
হাতে নতুন বই তোলে দিলেন নেতৃবৃন্দ। অপরদিকে ২৬টি মাধ্যমিক বিদ্যালয় ও ১৬টি মাদরাসার প্রায়
১৪ হাজার শিক্ষার্থী নতুন বই পেল। বই উৎসবে প্রাথমিকের প্রাক-প্রাথমিক, ১ম ও ২য় শ্রেণির
শিক্ষার্থীদের জন্য প্রাথমিক শিক্ষা অফিস বাঁশখালী উপজেলা থেকে বই সংগ্রহ করে গত ৩১
ডিসেম্বর সন্ধ্যায় বই বিতরণ করেন। তবে মাধ্যমিক ও মাদরাসায় ৭ম শ্রেণির শিক্ষার্থীরা বই পায়নি
বলে জানা যায়।
উদ্বোধনী দিনে প্রাথমিক পর্যায়ে চন্দনাইশ সদর, গাছবাড়িয়া মডেল, বরমা উন্নতমান, মধ্যম
কাঞ্চননগর হাজী আলী আহমদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান
আবদুল জব্বার চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আকতার, পৌর মেয়র মাহাবুবুল আলম
খোকা, উপজেলা শিক্ষা কর্মকর্তা শাখাওয়াত হোসেন। অপরদিকে ২৬টি মাধ্যমিক বিদ্যালয়, ১৬টি
মাদরাসার মধ্যে চামুদরিয়া ইউনাইটেড ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয়, হাশিমপুর মকবুলিয়া
মাদরাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে প্রায় ১৪ হাজার শিক্ষার্থীর মাঝে নতুন বই
বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন
আকতার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রতন কুমার সাহা, চেয়ারম্যান আবদুস শুক্কুর, তৌহিদুল আলমসহ
বিভিন্ন বিদ্যালয়ের প্রধানগণ। মাধ্যমিকে ৮ম ও ৯ম শ্রেণিতে ৪ বিষয়ের বই পেলেও মাধ্যমিক ও
মাদরাসার ৭ম শ্রেণির শিক্ষার্থীরা বই পায়নি।