ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল পৌর শহরে ১৫ জানুয়ারি রবিবার সকালে রানীশংকৈল পৌর-সভার ৫ নং- ওয়ার্ডের কাউন্সিলর আবু তালেব শহরের ভাই ভাই হার্ডওয়্যার দোকানের সামনে থাকা মালামাল ভেঙ্গে ফেলেছেন বলে অভিযোগ দোকান মালিক বিক্রম পালের। মালামাল ভাংচুরের বিষয়ে কর্মরত ম্যানেজার আব্দুল গোফুর বলেন কাউন্সিলর দোকানে এসেই বলে মালামাল দোকানের বাহিরে রাখা যাবে না,সব মালামাল ভিতরে রাখতে হবে।এক পর্যায়ে কথা কাটাকাটির মধ্যে কোন বুঝে উঠার আগেই বাহিরে থাকা মালপত্র ও মালামালের উপরে উঠে লাথালাথি করে আমাদের অনেক মালামাল ভেঙ্গে ফেলেন।এবং তিনি অনেক ব্যবসা প্রতিষ্ঠানে এই ধরনের আচরণ করেন বলে অভিযোগ স্থানীয় ব্যবসায়ীদের।খবর পেয়ে পৌর- মেয়র ঘটনা স্থলে এসে কাউন্সিলর আবু তালেবের কাছে মেয়র ঘটনা সম্পর্কে জানতে চাইলে সে সময় মেয়রের সামনেই ব্যবসায়ী ও কাউন্সিলরের সাথে বাক বিতন্ডা চলে এবং কাউন্সিল বসাক বস্ত্রালয়ের মালিকের সার্টের কলার ধরে মিন্টু বসাককে লাথি মারেন ও মেয়রের সামনেই বিক্রম পালের ছেলে রন্টি পালকে চেয়ার দিয়ে মারধর করে এবং সুমন বসাক নামে একজনেরও নাক ফাটিয়ে দিলে এক পর্যায়ে পাবলিক সেন্টিমেন্ট হলে কাউন্সিলরকে ধরে ফেলেন এবং মারধর করেন মেয়রের সামনই উপস্থিত জনগন।পরে স্থানীয়রা কাউন্সিলরকে উদ্ধার করে রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে এবং কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।এধরনের ঘটনায় প্রায় কয়েক ঘন্টা ধরে শহরের সকল ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেন ব্যবসায়ীগণ। পরে মেয়র এর সুষ্ঠ বিচারের আশ্বাস দিলে পুনরায় দোকান খুলেন ব্যবসায়ীগণ।এ বিষয়ে রানীশংকৈল পৌর মেয়র মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনা সম্পর্কে আমি কিছুই জানি না ,সেই কাউন্সিল কেন কি কারণে ব্যবসায়ীদের সাথে এই ধরনের আচরণ করেছেন। আমি খবর পেয়ে সেখানে গেলে কাউন্সিল ও ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের হাতাহাতি হয়, আমার সামনেই।পৌর মেয়র এ ব্যাপারে বলেন, কাউন্সিলর কি কারনে এমন ঘটনা ঘটালেন আমরা এটি তদন্ত করলে আসল বিষয়টা জানতে পারবো। এ রিপোর্ট লেখা পযন্ত থানায় কোন অভিযোগ হয়নি তবে প্রস্তুতি চলছিলো।