কুমিল্লার তিতাসে ২০০পিছ ইয়াবা ট্যাবলেট ও নগদ ১লক্ষ ২০ হাজার মাদক বিক্রির টাকাসহ আসলাম খান (৪১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বুধবার বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলা হোমনা-গৌরীপুর সড়কের দড়িকান্দি-গোপালপুর রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটককৃত যুবক উপজেলা গোপালপুর গ্রামের আ. মজিদের ছেলে।
তিতাস থানার (এসআই) তাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২০০পিছ ইয়াবা ট্যাবলেট ও নগদ ১লক্ষ ২০ হাজার মাদক বিক্রির টাকাসহ আসলাম খানকে আটক করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরন করা হয়েছে। তিনি আরো জানান তার বিরুদ্ধে এর আগে তিনটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ও ২টি মারামারির মামলা রয়েছে।