1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাছের সঙ্গে এ কেমন শত্রুতা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১২:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঠাকুরগাঁওয়ে সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারীকে ২৪ ঘন্টা পর সাবেক সেনা কর্মকর্তাকে ফেরত দিল ভারতীয় বিএসএফ বাল্যবন্ধুদের সঙ্গে আনন্দে মাতলেন মির্জা ফখরুল, শোনালেন কবিতা ! বুখারী শরীফ খতম এবং প্রচার বিদআত নয়: মুফতি কুতুব উদ্দিন নানুপুরী ঠাকুরগাঁওয়ে নদ – নদী দখলদারদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেনি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ! চৌদ্দগ্রামে অস্ত্রধারী সন্ত্রাসী রাজীব ও শাহীনকে আটক করেছে সেনাবাহিনী নবীনগরে সাঈদ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা অনুষ্ঠিত ভাগ্য গুণে সালাহউদ্দিন আহমদের মতো নেতা আমরা পেয়েছি নবীনগরে তাকমীলে হাদিস সমাপনী শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  চৌদ্দগ্রামে সরিষার আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উদ্বুদ্ধকরণ সভা

মাছের সঙ্গে এ কেমন শত্রুতা

মাহমুদুল হাসান,রাঙ্গাবালী,(পটুয়াখালী)
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩
  • ৩৪৫ বার

পটুয়াখালীর রাঙ্গাবালীতে রাতের আধাঁরে একটি মৎস্য খামারে দুর্বৃত্তের বিষ প্রয়োগে বিপুল পরিমান মাছ মারা গেছে। এতে প্রায় অর্ধলক্ষ টাকার বেশি মাছ মারা গেছে বলে দাবি করছেন খামারি। বুধবার উপজেলার মৌডুবী ইউনিয়নের নিচকাটা গ্রামে জহিরুল ইসলাম জসিমের মাছের খামারে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, নিচকাটা গ্রামের মসজিদের পাশেই জসিমের খামারে কেবা কাহরা বিষ দিয়ে মাছগুলো মেরে ফেলেছে। জসিম অনেক বছর ধরে মাছের খামার পরিচালনা করে আসছে। খামারটি গ্রাম অঞ্চেলে হওয়ায় দেশি প্রজাতির মাছের সংখ্যাই বেশি। রুই, কাতল, চিতল, তেলাপিয়া মাছসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা হয় তার খামারে।
প্রতিবেশি সাদ্দাম হাওলাদার বলেন, জসিম মাছ চাষ করেই জীবিকা নির্বাহ করে। কেবা কাহারা রাতের আধাঁরে তার খামারে বিষ প্রয়োগ করেছে। তার খামারে থাকা বেশির ভাগ মাছেই মারা গেছে। তাছাড়া ওর সাথে কারো শত্রæতা নেই এই এলাকার । যারাই এই কাজটা করেছে ঠিক করে নাই ,শত্রুতা থাকলে মানুষের সাথেই থাকতেই পারে, কিন্তু মাছের সাথে এ কেমন শত্রুতা। এভাবে চললে অন্য কোন মানুষ মাছের খামার করার সাহস করবে না। এদের কে আমাদের ধরতে হবে এবং আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দেওয়াতে হবে।
খামার মালিক জহিরুল ইসলাম জসিম বলেন, আমি দীর্ঘ ৩০ বছর মাছের খামার পরিচালনা করে আসছি। আমি খামার করেই কোনরকম সংসারটা চালাচ্ছি। সুদু এইবার না আমার খামারে আরো একবার বিষ দিয়েছে তখনও আমার অনেক টাকার ক্ষতি হয়েছে। এইবারও আমার খামারে বিষ দিয়ে বড় ধরনের একটা ক্ষতি করলো। এইভাবে যদি আমার সাথে হয় আমি আমার পরিবার নিয়ে বেঁচে থাকবো কীভাবে? কেবা কাহারা ১ একর আয়তনের খামারের ছোট দুটি অংশে বিষ প্রয়োগ করেছে জানিনা। এত পুকুরে থাকা বিক্রয় উপযোগী রুই, কাতলা, মিররকার্প সহ দেশীয় প্রজাতির অনেক মাছ মারা গেছে। তিনি ধারনা করছেন এতে তার প্রায় অর্ধলক্ষ টাকার বেশি ক্ষতি হবে।
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সালাম মোল্লা জানান, এবিষয়ে থানায় কোন অভিযোগ আসে নাই। আসলে আমরা ব্যবস্থা নিবো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম