মীরসরাইয়ে ৬১০ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ২০২২ সালে অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত র্শিক্ষার্থীদেরকে এস.রহমান ট্রাস্টের উদ্যোগে বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় মহাজনহাট ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ সংবর্ধনা দেওয়া হয়।
এস.রহমান ট্রাস্টের সদস্য সাবেদুর রহমান সমুর সভাপতিত্বে কলেজের ব্যবস্থা বিষয়ের প্রভাষক আজমল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মীরসরাইয়ের সাংসদ সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।
এতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন,চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল। মীরসরাই মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ূন কবির খান, ভাইস চেয়ারম্যান এম. আলা উদ্দিন, মহাজনহাট ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সোহরাব হোসেন প্রমুখ।
এ সময় উপজেলার ৬১০ জন জিপিএ -৫ প্রাপ্ত র্শিক্ষার্থীর মাঝে ৫ হাজার টাকা মূল্যের প্রাইজবন্ড, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।