তেলের দাম বৃদ্ধি পাওয়ায় রাউজানে ব্যাপক সরিষা, সূর্যমুখী,বাদাম ক্ষেতের চাষাবাদ হয়েছে। স্বল্প সময়ে কম খরচে আবহাওয়া অনুকূল থাকায় এ বছর পতিত জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে।এ উপজেলার কৃষকরা সরিষা,সূর্যমুখী,বাদাম উৎপাদনের ঝুঁকে পড়েছে।সরেজমিনে দেখা যায়, উপজেলার ১৪টি ইউনিয়নের কৃষি জমির মাঠ জুড়ে সরিষা ও সূর্যমুখীর হলুদ ফুলে ছেয়ে গেছে খেতেরে পর খেত।পাকা আমন কাটার তিন মাস পর বাড়তি লাভের আসায় ব্যাপক হারে সরিষা ও সূর্যমুখী চাষ করেছে কৃষকরা।পরিদর্শনে চিকদাইর ইউনিয়ন ও ডাবুয়া ইউনিয়নের চারিদিকে সবুজ আর হলুদে ঘেরা মাঠের পর মাঠ। প্রকৃতি প্রেমিরা মাঠের পাশে দাঁড়িয়ে প্রকৃতির নয়নাভিরাম দৃশ্য উপভোগ করছেন। কেউ কেউ হলুদে ঘেরা ক্ষেতের সাথে সেলফি ও ছবি তোলতে দেখা যায়। রাউজান উপজেলা কৃষি অফিসার ইমরান হোসাইন জানান, রাউজানে এবছর পতিত জমিসহ ৩শত ৭৫ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে।গত বছর সরিষা চাষাবাদ হয়েছে ১শত ৪৫ হেক্টর জমিতে।এ বছর তিগুণ বেশি সরিষা চাষাবাদ হয়েছে।অগ্রহায়ন মাসের শুরুতে কৃষকরা সরিষা চাষ করে। তিন মাসের মধ্যে সরিষার ফলন আসে। মাঘ মাসের শেষে কৃষকরা সরিষার ফলন কর্তণ শুরু করবে। তেলের দাম বৃদ্ধি পাওয়ায় কৃষকরা পুষ্টিকর তৈল পেতে সরিষা চাষে ঝুঁকেছেন বলেও জানান তিনি।এছাড়াও তিনি আরো জানান, রাউজানে ১০ হেক্টর জমিতে সূর্যমুখী ফুলের চাষ, ১৪৫ হেক্টর জমিতে বাদম চাষবাদ হয়েছে।এতে কৃষকরা লাভবান হওয়ার পাশাপাশি দেশে তেলের ঘাটতি মেটানো সম্ভব হবে বলেও জানান তিনি।