মুন্সিগঞ্জের শ্রীনগরে ড্রেজার দিয়ে সরকারী প্রায় ৩ কোটি টাকা মূল্যের জলাশয় ড্রেজার দিয়ে বালু ভরাট করে দখলের অভিযোগ উঠেছে ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান একূল খাঁন এর বিরুদ্ধে । শ্রীনগর- দোহার সড়কের বালাসুর বাজার রশিত টাওয়ার সংলগ্ন জলাশয়টিতে বেশ কয়েকদিন ধরে চালাচ্ছে এই ভরাট কার্যক্রম । খাল ভরাটের কারনে প্রায় শতাধিক বাড়ির উঠান জলা বদ্ধতা তৈরী হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে এ পরিবারের লোকজন।
গতকাল শনিবার দুপুরে সরে জমিনে গিয়ে দেখাযায়, কামার গাঁও মৌজার আরএস – ৮০৭৯ ও ৮০৮১ দাগে প্রায় তিন একর পরিমাপের জলাশয়টি ভরাট চলছে। এর মধ্যে এক এখন জালাশয় সরকারী। ড্রেজার দিয়ে বালু কোয়াটার কারণে এই জলাশয় সংলগ্ন বাড়ি গুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে ।
এলাকাবাসী জানায়, এলাকার শতাধীক পরিবার এই জলাশয়টি দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছিল। একূল খাঁন সহ ড্রজার ব্যবসায়ী সাহ আলম সারেং, রিংকূ ও কাসেম জলাশয় ভরাটের কাজ করছে। তারা প্রভাবশালী হয় তাদের বিরুদ্ধে গিয়ে আমরা কিছু বলতেও পারছি না। এখন আমাদের উঠানের পানি সরানোর আর কোনও জায়গা নেই।
এ ব্যাপারে সাবেক চেয়ারম্যান একূল খাঁনের কাছে জানতে চাইলে তিনি মুঠোফোনে বক্তব্য দিতে রাজি হননি।
শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু বক্কর সিদ্দিক বলেন, আমি কালকে সরেজমিনে গিয়ে বিষয়টি দেখব।