নীলফামারীর সৈয়দপুরে এমপি আহসান আদেলুর রহমান আদেলের পক্ষে শীতবস্ত্র বির্তরণ করা হয়েছে।
উপজেলা বোতলাগাড়ী ইউনিয়নের শ্বাসকান্দর মাঝাপাড়া গ্রামে (২৭ জানুয়ারী) শুক্রবার বিকালে জাতীয়পাটি ভাইস চেয়ারম্যান ও নীলফামারী -৪ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আহসান আদেলুর রহমান আদেলের পক্ষে শীতবস্ত্র বিতরণে আয়োজন করে তোফাজ্জল হোসেন।
এ সময় আরো উপস্থিত, আবু হানিফা, মোহাম্মদ নজরুল ইসলাম, মোঃসাবেদ আলী,মোঃ আব্দুল মান্নান, মোঃমোকবুল হোসেন, মোঃ আনোয়ার হোসেন।
অসহায় দরিদ্র ১৫০ জন মানুষের মাঝে শীতবস্ত্র বির্তরণ করে।