চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় প্রাণীসম্পদ প্রদর্শনী-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ২৫ শে ফেব্রুয়ারি (শনিবার) উপজেলার পুরাতন কোর্ট বিল্ডিং মাঠ প্রাঙ্গণে উপজেলার প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় প্রাণীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনী অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মুমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধূরী। অনুষ্ঠানে প্রধান সমন্বয়ক হিসেবে ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. সমরঞ্জন বডুয়া। সার্বিকভাবে তত্ত্বাবধন করেন ভেটেরিনারি সার্জন ডা: শ্যামল চন্দ্র দাস। উপস্থাপনা করেন উপ-সহকারী প্রানিসম্পদ অফিসার দোলন কান্তি দাশ, এছাড়াও অনুষ্ঠানে উপজেলার খামারি, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সরকারি- বেসরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রদর্শনীতে বিভিন্ন প্রকার প্রাণী ও প্রযুক্তির ৫০টি স্টল রয়েছে বলে জানান উপ-সহকারী প্রাণীসম্পদ অফিসার দোলন কান্তি দাশ। অনুষ্ঠানের শেষ পর্বে বাছুর, গাভী, ষাড়, ছাগল, ভেড়া, হাঁস, মুরগী, কবুতর, পোষা প্রাণীকে তিন ভাগে ভাগ করে পুরস্কার প্রদান করে প্রদর্শনীর সমাপনী ঘোষণা করা হয়।