ঢাকা জেলা সাভারের আমিন বাজারে অভিযান চালিয়ে প্রায় পাঁচলাখ টাকার হেরোইনসহ এক মাদক কারবারিকে আটক করেছে আমিন বাজার পুলিশ ক্যাম্প।
মঙ্গলবার (২১ফেব্রুয়ারী) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা জেলা সাভার উপজেলার আমিনবাজার হিজলা বড় মসজিদের সামনে তুরাগ নদীরঘাটের উপর থেকে ভ্রাম্যমাণ অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে হেরোইন ক্রয় বিক্রয় করা অবস্থায় ১৮৩৮ পুরিয়াসহ আজগর আলী (৪০)কে আটক করা হয়। যার আনুমানিক বাজার মুল্য চার লক্ষ উনষাট হাজার পাঁচশত টাকা।
আটককৃত আজগর আলী (৪০) আমিনবাজার বড়দেশী পূর্বপাড়া রফিকুল ইসলামের বাড়ীর ভাড়াটে। সে চাপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানার গোয়ালবাড়ী এলাকার বাসিন্দা। সে দীর্ঘদিন ধরে ঢাকা জেলা সাভার মডেল থানাধীন আমিনবাজার এলাকায় ভাড়া বাসায় থেকে মাদক কারবারী করতো বলে জানা যায়।
আমিন বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ সাব-ইন্সপেক্টর হারুন অর রশিদ এ প্রতিবেদককে জানায়, ২১ ফেব্রুয়ারী রাত ৮টায় ৩৫মিনিটের দিকে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি আজগর আলী (৪০) মাদক কারবারি আমিনবাজার হিজলা বড় মসজিদের সামনে তুরাগ নদীরঘাটের উপর ভ্রাম্যমাণ অবস্থায় মাদক ক্রয়-বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৮৩৮ পিস পুরিয়া(হেরোইন) সহ তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে চার লাখ উনষাট হাজার পাঁচশত টাকা মূল্যের হেরোইন জব্দ করা হয়।
সাভার মডেল থানাধীন আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ আরও বলেন, আটককৃত আজগর আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ তাকে আদালতে প্রেরন করা হবে।