পেন্সিল আর রং হাতে শিশুরা। কেউ আঁকছে শহিদ মিনার,কেউ প্রভাত ফেরি, কেউ ভাষা সৈনিকদের ছবি, কেউ আবার ভাষা আন্দোলনের ছবি। লাল মোম রং এ রাঙা পলাশ ফুল। কেউ লিখছেন অ, আ, ক খ। প্লে, নার্সারি ও কেজির শিশুরা আঁকছে যা ইচ্ছা তাই। এ দৃশ্য কুমিল্লা শহরতলীর দৌলুতপুর এলাকার এভারগ্রীন স্কুলের। মহান ভাষা দিবসে এভারগ্রীন স্কুলে চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
প্রতিযোগীতায় প্রধান অতিথি ছিলেন সিটি কর্পোরেশন অংকনশালা ও শিল্পচর্চা কেন্দ্রের অধ্যক্ষ মোহাম্মদ শাহীন, এভারগ্রীন স্কুল পরিচালক শিল্পী মিয়া হোসেন হানাফি জিশু, এভারগ্রীন স্কুল, প্রধান শিক্ষক মো: ইব্রাহিম বিন সাত্তার, সহকারী শিক্ষক
পাপিয়া সরকার জুই, কনিকা সরকার, সিমা আক্তার।
প্রধান অতিথি সিটি কর্পোরেশন অংকনশালা ও শিল্পচর্চা কেন্দ্রের অধ্যক্ষ মোহাম্মদ শাহীন বলেন, শিশুদের বিকাশের জন্য অংকন বিশেষ ভূমিকা রাখে। সে পরবর্তী জীবনে যে কর্মে ই প্রবেশ করুক। তার সৃজনশীলতা তুলে ধরবে শিল্পচর্চা।