চট্টগ্রামের বাঁশখালীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চাম্বল ইউনিয়নের এনটিবি ব্রিকস্ এর মালিক আলী নেওয়াজ চৌধুরী ইরানকে এক লক্ষ টাকা জরিমানা করেন উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারী) দুপুরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।
এ সময় লোকালয় থেকে এক কিলোমিটার এর কম দূরত্বে ইট ভাটা স্থাপন, ইট পোড়াতে বনের কাঠ ব্যবহার, কৃষি জমির মাটি ইট-ভাটায় ব্যবহার করায় উপজেলার চাম্বল ইউনিয়নের এনটিবি ব্রিকস্ নামে এক ইট ভাটার মালিক কে ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর ১৫ ধারায় এক লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।
এ ছাড়া চাম্বল ইউনিয়ন ভূমি অফিসে দালালী করতে আসা শেখেরখীলের এক দালাল কে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় জরিমানা করা হয় ও মুচলেকা নেওয়া হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান বলেন, ‘জনস্বার্থে প্রশাসনে এই অভিযান অব্যাহত থাকবে।’