মাগুরা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার, শ্রীপুর আঞ্চলিক বাহিনীর উপ- অধিনায়ক, মাগুরার শ্রীপুর উপজেলার বরিশাট গ্রামের কৃতি সন্তান, ভাষা সৈনিক, বিশিষ্ট রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা মোল্লা নবুয়ত আলী’র প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আয়োজনে ১০ ফেব্রুয়ারী শুক্রবার সকাল ১০ টার দিকে শ্রীপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ ইকরাম আলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার।
বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম ঝন্টু’র সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মরহুম বীর মুক্তিযোদ্ধা মোল্লা নবুয়ত আলী’র সুযোগ্য পুত্র যুগ্ম জেলা জজ আবু হাসান খায়রুল্লাহ, মাগুরা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার এসএম আব্দুর রহমান, সুপ্রিম কোর্টের সহকারী এটর্নি জেনারেল বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার-২ রেজাউর রহমান রিজু, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সহকারী কমান্ডার মোঃ ওয়ালিউজ্জামান, মাগুরা সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার জহুরে আলম, শালিখা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আবু বক্কার মাষ্টার, শ্রীপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ ওয়াসিম আকরাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম রাজু, বীর মুক্তিযোদ্ধা মোঃ শফিউদ্দিন জোয়ার্দারসহ আরো অনেকে।
আলোচনা সভা শেষে শ্রীপুর উপজেলা পরিষদ জামে মসজিদের প্রধান খতিব কারী মোঃ লিয়াকত আলীর পরিচালনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।