রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদার তার সরকারী বাসভবনের চার পাশে নানা রকমের সবজি চাষ করছেন। নির্বাহী অফিসারের চাষ করা সবজি ক্ষেতের মধ্যে ফুলকপি, বাধা কপি, লাউ, মিষ্টি কুমড়া, লাল শাক, পুই শাক, পালং শাক, টমাটো, শষা, বরবটি, ক্ষিরা, পুদিনা, ধন্যা পাতা, মরিচ, শিম রয়েছে। সরকারী বাসভবনের বাইরে পরিত্যক্ত জায়গায় লাউ, মিষ্টি কুমড়া, বরবটি ক্ষেতের চাষ করেন নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদার। এছাড়া সরকারী বাসভবনের পাশে থাকা জমিতে বিভিন্ন প্রজাতির আম, জামরুল, পেঁপে ও লিচু গাছের চারা রোপন করা হয়েছে। এসব ফলগাছে ফলন এসেছে। আম গাছে আমের মুকুল, পেঁপে গাছে পেপে ধরেছে । সরকারী বাসভবনের ছাদে ড্রাগন ফলের চাষাবাদ করেন তিনি । ড্রাগন ফলের গাছে ড্রাগনের ফলন এসেছে। রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদার বলেন, রাউজানের সাধারন মানুষকে চাষাবাদ করতে আমি নিজেই সবজি ক্ষেত ও ফলের চাষাবাদ করেছি। আমরা বাসার চারপাশে লাউ, পেঁপে, মরিচ, ফুলকপি, বাধা কপি, মিষ্টি কুমড়া, লাল শাক, পুই শাক, পালং শাক, টমাটো, শষা, বরবটি, ক্ষিরা, পুদিনা, ধন্যা পাতা, মরিচ, শিমসহ নানা রকম সবজি চাষ করেছি।এসব উৎপাদিত সবজি থেকে পুষ্টির চাহিদা মেটাতে পারছি। এমনকি অতিরিক্ত কিছু সবজি উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারী ও প্রতিবেশীদের মধ্যে বিতরণ করি। রাউজানের কয়েকজন সাংবাদিকদের মধ্যে আমার ক্ষেতের সবজি উপহার দেওয়ায় আনন্দিত হয়েছি।