কুমিল্লার হোমনা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ছানাউল্লাহ সরকারের বাবা আলহাজ্ব আক্কাস আলী সরকারের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
সোমবার দুপুর ২টায় হোমনা সরকারি ডিগ্রি কলেজ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে মরহুমের জন্য দোয়া কামনা করেন, বিএনএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাবেক সহকারি একান্ত সচিব ইঞ্জিনিয়ার আবদুল মতিন খান, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক মো. আক্তারুজ্জামান সরকার, হোমনা পৌর মেয়র এডভোকেট মো. নজরুল ইসলাম, হোমনা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার, হোমনা উপজেলার সাবেক চেয়ারম্যান এডভোকেট আজিজুর রহমান মোল্লা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একেএম সিদ্দিকুর রহমান আবুল, হোমনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন, মেঘনা উপজেলা বিএনপির সভাপতি মো. রমিজ উদ্দিন লন্ডনী, হোমনা পৌর বিএনপির সভাপতি মোজাম্মেল হক মুকুল, সহ সভাপতি আব্দুল লতিফ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মানিক মিয়া ইমন, বিআরডিবির সাবেক চেয়ারম্যন মেজবাহ উদ্দিন সরকার ও মরহুমের ছেলে পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ছানাউল্লাহ সরকার প্রমূখ।
এসময় জেলা-উপজেলা আওয়ামী লীগ ও বিএনপির নেতৃবৃন্দরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জানাজা নামাজে অংশগ্রহণ করেন।
পরে হাজী আক্কাস আলীর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। সোমবার ভোর সাড়ে ৫ টায় হাজী আক্কাস আলী তাহার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৯ বছর। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।