পুষ্টি মেধা দরিদ্র বিমোচন প্রাণী সম্পদ প্রদর্শনীর আয়োজনে চাটখিল উপজেলা প্রশাসন ও প্রাণীসম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে প্রাণীসম্পদ প্রদর্শনী-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ফেব্রয়ারী) সকাল ১০:৩০টা থেকে দিন ব্যাপী উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুল হক ভুঁইয়ার সভাপতিত্বে ও উপজেলা উপ-সহকারী কর্মকর্তা এটিএম ফখরুল আহসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলার ভাইস চেয়ারম্যান ও উপজেলা প্রাণিসম্পদের স্থায়ী সদস্য আবু তাহের ইভু, সফল খামারী নাছির উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলী হোসেন।
উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ সবুজ মনোহর শর্মা,
সরেজমিনে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলায় দেখা যায়, বিভিন্ন প্রজাতির উন্নত জাতের গাভী, ষাড়, মহিষ, ছাগল, উন্নত জাতের হাঁস মুরগি ও সৌখিন পোষা পাখি প্রদর্শনী করা হয়েছে।