ঠাকুরগাঁওয়ে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের জন্য ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। ১৯ ফেব্রুয়ারি রোববার সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে কর্মশালায় সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা: মির্জা সারোয়ার হোসেন রিফাতের সভাপতিত্বে বক্তব্য দেন, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো: আব্দুল হান্নান, প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, নির্বাহী সদস্য ও সাপ্তাহিক সংগ্রামী বাংলার সম্পাদক মো: আব্দুল লফিত, বিধান চন্দ্র দাস, শাহীন ফেরদৌস, মজিবর রহমান শেখ, প্রমুখ। ২০ ফেব্রুয়ারি সোমবার ১ দিনব্যাপী জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে বলে জানান, কর্মকর্তারা। এবার ঠাকুরগাঁও জেলায় মোট ২ লাখ ১৭ হাজার ৬৭৫ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে বলে কর্মশালায় জানানো হয়। এর মধ্যে ৬-১১ মাস বয়সী ২৪ হাজার ৬২৫ জন ও ১২-৫৯ মাস বয়সী ১ লাখ ৯৩ হাজার ৫০ জন। জেলায় মোট ১ হাজার ৩৯৫ টি কেন্দ্রে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে স্থায়ী টিকাদান কেন্দ্র ১ হাজার ৩৩৮ ও অতিরিক্ত ৫৭টি।