চন্দনাইশ প্রেস ক্লাবের ২০২৩-২৫ সালের কার্যকরী পরিষদ গঠন কল্পে এক
সভা মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সংগঠনের অস্থায়ী
কার্যালয়ে অনুষ্ঠিত হয়। গতকাল ৪ ফেব্রুয়ারী বিকালে চন্দনাইশ
প্রেস ক্লাবে কমিটি গঠন কল্পে সভায় সর্বসম্মতিক্রমে মো.
দেলোয়ার হোসেন (দৈনিক পূর্বকোণ) কে সভাপতি, মো.এরশাদ
(দৈনিক আজাদী) কে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট
কমিটি গঠন করা হয়। কমিটির অনন্যারা হলেন সিনিয়র সহ-সভাপতি,
মাও. মোজাহেরুল কাদের (ভোরের ডাক), সহ-সভাপতি নাছির উদ্দিন
(বিজয় টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক- সৈকত দাশ ইমন (বাংলাদেশ
সমাচার), সাংগঠনিক সম্পাদক-আজিমুশ শানুল হক দস্তগীর
(আজকের পত্রিকা), সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম (দৈনিক
মানবকন্ঠ), অর্থ-সম্পাদক-মো. শাহাদাত হোসেন (দৈনিক পূর্বদেশ),
ক্রীড়া সম্পাদক মো. মাঈন উদ্দীন (বাংলা ধারা), সাংস্কৃতিক ও সমাজ
কল্যাণ সম্পাদক এস.এম জাকির (আমাদের চট্টগ্রাম), ধর্ম বিষয়ক
সম্পাদক ফায়জুল হক দস্তগীর (স্টার বাংলা টিভি), আর্ন্তজাতীক বিষয়ক
সম্পাদক ছাদেক হোসেন (চট্টলার সকাল), দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম
(বাংলাদেশ সমাচার), সদস্য যথাক্রমে জনি আশ্চাযর্য (দৈনিক ভোরের
আকাশ), মো. আরাফাত হোসেন (দৈনিক চাঁটগার সংবাদ)।