ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ উপলক্ষে উপজেলার বড়াইল ইউনিয়নে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) চরগোসাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বড়াইল ইউনিয়নের ১০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আবু হানিফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার শিউলি কর। উদ্বোধন করেন বড়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন।
সঞ্চালনায় ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জামাল হোসেন ও বড়াইল হোসাইনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম।
বিভিন্ন প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন। প্রধান অতিথি সহকারী উপজেলা শিক্ষা অফিসার শিউলি কর বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ সাধনের মাধ্যমে আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে সরকার এ প্রতিযোগিতার আয়োজন করেছেন।
অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।