ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলার কাইতলা (দঃ) ইউনিয়নে কৃষি জমি রক্ষায় মোবাইলকোর্ট অভিযান চালিয়ে ৬ টি ড্রেজার মেশিন জব্দ করলেন উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করে কয়েকজন অপরাধীকে গ্রেফতার করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক জানান, অবৈধ ভাবে ড্রেজার ব্যবহার করে কৃষি জমি থেকে মাটি উত্তোলনের ফলে চারপাশের কৃষিজমিগুলো ভেঙ্গে যাচ্ছে। ফসলি জমির পরিমাণ কমে যাচ্ছে। এই সিণ্ডিকেটের খপ্পরে পড়ে অনেক গরীব কৃষক নিঃস্ব হয়ে যাচ্ছে। জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে। তথ্য দিয়ে আমাদের সহায়তা করুন।