নোয়াখালী সদরে প্রধান সড়কে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও গাড়ীসহ চার ডাকাতকে গ্রেফতার করেছে সুধারম থানা পুলিশ।
মঙ্গলবার গভীররাতে ডাকাতির প্রস্তুতিকালে পৌরসভার চুল্লার দোকান নামক স্থানে নাহার ভবন এর সামনে পাকা রাস্তার উপরে স্থানীয় জনগণের সহায়তায় তাদেরকে গ্রেফতার করা হয়।
থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত এবং পলাতক আসামীরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। গ্রেফতারকৃতরা হলেন, মোঃ মানিক (৩০), মোঃ ইসমাইল (২৮), মোঃ রুবেল (২৬), মোঃ নাজমুল (১৮)। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ০১টি পাইপ রেঞ্জ, ০১টি এলজি, ০১টি লোহার তৈরী ছুরি, ০১টি লোহার তৈরী রামদা, ০১টি ষ্টিলের পাত, ০১টি বেনসন কালারের AXIO প্রাইভেট কার, যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-৪৩-৭৬৪৪ উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
এ বিষয়ে সুধারম থানা অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত ডাকাতরা দীর্ঘদিন ধরে মহাসড়কে বিভিন্ন ভাবে ডকাতি করে আসছে। আমরা গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয়দের সহতায় তাদের গ্রেফতার করতে সক্ষম হই। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।