ভাষা শহীদদের স্মরণে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চট্টগ্রামের বাঁশখালী স্কয়ার ক্লিনিক’র উদ্যোগে আলোচনা সভা ও ভাষা শহীদদের আত্মার মাগফেরাতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ভাষা দিবস উপলক্ষে বাঁশখালী স্কয়ার ক্লিনিকে ফ্রি চিকিৎসা ক্যাম্পের শুভ উদ্ভোদন করা হয়। মাসজুড়ে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বর্হিঃবিভাগে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জসীম উদ্দিন আল হাসান, আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুল কাদের জিলানী, শীলকূপ টাইমবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মুহাম্মদ সোলতান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মিজান সিকদার, সাংবাদিক মিজান বিন তাহের, স্কয়ার ক্লিনিকের ম্যানেজার সাংবাদিক শিব্বির আহমদ রানা প্রমূখ।
ফ্রি চিকিৎসা ক্যাম্পের পাশাপাশি সেবা গ্রহণকারী রোগীদের পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে ২৫% ছাড় ঘোষনা করেন হাসপাতাল কর্তৃপক্ষ।