নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের ৫৪ তম প্রতিষ্ঠা বাষিকী উপলক্ষে র্যালীও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ ফ্রেবুয়ারী) বিকাল ৫টায় শহীদ তুলশীরাম সড়কের উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে হতে র্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয় চত্বরে এক আলোচনা সভা আয়োজন করে পৌর ও উপজেলা মহিলা আওয়ামীলীগ।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সৈয়দপুর পৌরসভা মেয়র ও বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ পৌর শাখার সভাপতি রাফিকা আকতার জাহান বেবী।
এ সময় আরো উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সানজিদা বেগম লাকী, পৌর মহিলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মহিলা কাউন্সিলর কাজী জাহানারা পারভীন।
র্যালী ও আলোচনা সভা শেষে দলীয় কার্যালয়ে কেক কাটা হয়।