1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চোর সন্দেহ নিয়ে লাকসামে এক গ্রামে দুই বাড়ীর মধ্যে সংঘর্ষে নারীসহ আহত ৮ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৪:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল’ নবগঠিত ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) আহবায়ক কমিটি আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত ও দোয়া করেন ওসির কাছ থেকে চাঁদাদাবী, বহু অপকর্মের হোতা চাঁদাবাজ মুন্না গ্রেফতার দেশের অর্থনীতিতে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সাইবার ইউজার দলের উদ্যেগে বনানী ও গুলশানে ৩১ দফা প্রচার এবং গুজব সন্ত্রাস প্রতিরোধে লিফলেট বিতরণ ঠাকুরগাঁওয়ে খ্রিস্টান ধর্মলম্বীদের বড়দিন পালিত ঠাকুরগাঁওয়ে বক্তব্যে বলেন, শুধু নির্বাচন বা ভোটের জন্য এত মানুষ জীবন দেয়নি– উপদেষ্টা আসিফ বুয়েটে ২০২৪-২০২৫ ইং শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণীতে ভর্তির প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীদের ফলাফলের তালিকা প্রকাশ গংগাচড়ায় জামায়াতের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান ইমাম ও মুহতামিমের সংবাদ ভাইরাল হওয়ায় দুই সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী খোশরোজ শরীফ উপলক্ষে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

চোর সন্দেহ নিয়ে লাকসামে এক গ্রামে দুই বাড়ীর মধ্যে সংঘর্ষে নারীসহ আহত ৮

এম.এ মান্নানঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৪২ বার

চোর সন্দেহ কেন্দ্র করে দুইদিন ধরে লাকসাম উপজেলায় এক গ্রামের মধ্যে সংঘর্ষে নারীসহ অন্তত ৮ জন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

১৪ ফেব্রুয়ারী মঙ্গলবার রাত ৮ টা থেকে বুধবার দুপুর পযন্ত বাকই দক্ষিণ ইউনিয়ন বরইগাও গ্রামে দুই বাড়ির লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়।
আহতদের মধ্যে বরইগাও মসজিদ বাড়ির
নজরুল ইসলাম, মিম আক্তার, রবিউল আলম, সোহাগী বেগম, জয়নাল। অপরদিকে খালেকের বাব বাড়ির সোলেমান, গফুর মিয়ার স্ত্রী ও শাকিব। এর মধ্যে শাকিবকে কুমিল্লা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের বিভিন্ন প্রাইভেট হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আবার কেউ কেউ হাসপাতালে ভর্তি না হয়ে বাড়িতে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। তবে আহত অবস্থায় নজরুল ও ওয়াসিমকে আটক করেছে থানা পুলিশের সদস্যরা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার রাত ৮ টার দিকে বরইগাও গ্রামের খালেকের বাব বাড়ির গফুর মিয়ার ঘরের পিছনে রাস্তার মধ্যে একই গ্রামের মসজিদ বাড়ির কয়েকজন যুবক কথা বলছিল। এসময় যুবকদেরকে চোর সন্দেহ নিয়ে অপবাদ দেয় গফুর মিয়ার স্ত্রী। গফুর মিয়ার দোকান থেকে এসে চোর সন্দেহ কারীদের সঙ্গে কথা কাটাকাটি হয়।এসময় তাদের কয়েকজনকে মারধর করেন খালেকের বাব বাড়ির লোকজন।
এ ঘটনার সুরহা করতে গ্রামবাসী রাতেই বাকই দক্ষিণ ইউনিয়ন চেয়ারম্যান আবদুল আউয়াল আবুল কে জানান। ইউপি চেয়ারম্যান বুধবার সকালে ঘটনার স্থলে আসবেন বলে তাদেরকে জানান। বুধবার সকালে বরইগাও আসলেই চেয়ারম্যান সামনে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে এতে নারীসহ অন্তত ৮/১০ আহত হয়।
খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এবং স্থানীয় চেয়ারম্যানের নির্দেশনায় পুলিশ দুই জন ব্যক্তিকে আটক করে।

লাকসাম থানার পুলিশে উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ হাবিব বলেন, উভয় পক্ষের লোকজনই এ ঘটনায় আহত হয়েছেন। এ ঘটনার অভিযোগে অভিযুক্ত দুই জনকে আটক করা হয়েছে।

বাকই ইউনিয়নের চেয়ারম্যান আবদুল আউয়াল আবুল বলেন, বরইগাও গ্রামে তুচ্ছ একটি ঘটনা নিয়ে মারামারি হয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন। এ বিষয় নিয়ে সকালে বরইগাও গ্রামে আসলেই দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে থানায় ফোন করলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম