কুমিল্লার চৌদ্দগ্রামে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মাধ্যমে করপাটি আইডিয়াল কিন্ডার গার্টেনের উদ্যোগে জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এছাড়া দিবসের প্রথম প্রহরে বিদ্যালয়ের শিক্ষকদের নেতৃত্বে শিক্ষার্থীরা প্রভাত ফেরীতে অংশগ্রহণ করেন।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কনকাপৈত ইউনিয়নের করপাটি মুক্তিযোদ্ধা বাজারস্থ করপাটি আইডিয়াল কিন্ডার গার্টেনে এ উপলক্ষে আয়োজিত শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করপাটি আইডিয়াল কিন্ডার গার্টেন এর প্রধান শিক্ষক নূর আহমেদ মজুমদার, পরিচালনা কমিটির সদস্য আব্দুল হান্নান নয়ন, শিক্ষক মাওলানা কাজী কেফায়েত উল্লাহ্, ইউনুছ মিয়া, আকলিমা আক্তার, শাহিদা আক্তার, রাবেয়া আক্তার, নাছরিন আক্তার, খাদিজা আক্তার সুইটি, শিরিনা আক্তার, সাবেক ছাত্র আরমান হোসেন ইভু, হৃদয় মিয়াজী প্রমুখ। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।