ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়।১৪ ফেব্রুয়ারি মঙ্গলবার সিভিল সার্জনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আয়োজনে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ আ’লীগের উপদেষ্টা ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনের সভাপতিত্বে বক্তব্য দেন, সিভিল সার্জন ডা: নুর নেওয়াজ আহামেদ, হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা: মো: তোজাম্মেল হক, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মিথুন সরকার, জেলা আ’লীগের সহ সভাপতি মাহাবুবুর রহমান খোকন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, ডা: মির্জা সারোয়ার হোসেন প্রমুখ। সভায় ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সেবার মান বাড়ানো এবং রোগীদের কাঙ্খিত চিকিৎসা সেবা প্রদানে বিভিন্ন গুরুত্বপুর্ন বিষয়ে আলোচনা করা হয়।