ঠাকুরগাঁও জেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। ২০ ফেব্রুয়ারি সোমবার রাত ১২.১ মিনিট থেকেই আ’লীগ, বিচার বিভাগ, ঠাকুরগাঁও জেলা প্রশাসন সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুস্পমাল্য অর্পন করা হয়। এ সময় আ’লীগের পক্ষে কেন্দ্রীয় আ’লীগের উপদেষ্টা ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি, বিজ্ঞ ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ মামুনুর রশিদের নেতৃত্বে বিচার বিভাগ, ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমানের নেতৃত্বে ঠাকুরগাঁও জেলা প্রশাসন, পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে পুলিশ বিভাগ, ঠাকুরগাঁও জেলা জাপার সাধারণ সম্পাদক রাজিউর রেজা স্বপন চৌধুরীর নেতৃত্বে জাতীয় পার্টি, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলীর নেতৃত্বে প্রেসক্লাব, ঠাকুরগাঁও জেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি মোঃ মজিবর রহমান শেখ এর নেতৃত্বে প্রেসক্লাব, আ’লীগের বিভিন্ন সহযোগি অঙ্গ সংগঠন ও বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুস্প মাল্য অর্পনের মধ্য দিয়ে ভাষা শহীদের শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।
শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২০ ফেব্রুয়ারি সোমবার ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে শিশুদের রচনা, হাতের লেখা, আবৃত্তি, সংগীত ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ২১ ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে ৭ দিন ব্যাপী বই মেলার আয়োজন করা হয়। ২১ ফেব্রুয়ারি মঙ্গলবার মেলা প্রাঙ্গনে আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন, কেন্দ্রীয় আ’লীগের উপদেষ্টা ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি, ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, ঠাকুরগাঁও জেলা আ’লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান বাবলু, ঠাকুরগাঁও জেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বদরুদ্দোজা বদর, ঠাকুরগাঁও জেলা শিক্ষা অফিসার খন্দকার আলাউদ্দীন আল আজাদ, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, ঠাকুরগাঁও সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, ঠাকুরগাঁও জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার সৈয়দ জাকির হোসেন ইমন প্রমুখ।
পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের পুরস্কার বিতরন করা হয়। সন্ধায় ডিসি পর্যটন পার্কের মুজিববর্ষ চত্বরে আলোকসজ্জা ও মোমবাতি প্রজ্জলন শেষে বড় মাঠে মেলা প্রাঙ্গনে মনোজ্ঞ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।