ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে কড়ইবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার এর তত্তাবধানে নবনির্মিত শহীদ মিনার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আলী আকবর সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম বুলবুল সরকার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল কাইয়ূম ভূঁইয়া, সহকারী উপজেলা শিক্ষা অফিসার শিউলি কর, জিনদপুর ইউপি চেয়ারম্যান রবিউল আওয়াল রবি, জিনদপুর ইউপি সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আবদুর রউফ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রেজাউল করিম সবুজ প্রমুখ।
এছাড়াও পড়ালেখার মান উন্নয়নের লক্ষ্যে কড়ইবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বিদ্যালয়ের মা অভিভাববৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমাবেশে মা অভিভাবকগণ বাড়িতে নিজ দায়িত্বে পাঠদান ও নিয়মিত সন্তানদের স্কুলে পাঠানোর অঙ্গীকার করেন।