ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মাধ্যমিক স্তরের শিক্ষায় নতুন কারিকুলাম বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম পরিদর্শন করলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোকাররম হোসেন।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার জিনদপুর ইউনিয়ন স্কুল এন্ড কলেজ এবং দুপুরে সূফিয়াবাদ শাহ সুফি সাইয়্যেদ আজমত উল্লাহ (রঃ) ফাজিল মাদ্রাসা পরিদর্শন করেন।
মাদ্রাসায় নতুন কারিকুলাম অনুযায়ী শ্রেণি কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন এ শিক্ষা কর্মকর্তা। তিনি শিক্ষার্থীদের নতুন কারিকুলাম সম্পর্কে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোকাররম হোসেন বলেন, নতুন কারিকুলামে মুখস্থ নির্ভরতার বদলে অভিজ্ঞতা ও কার্যক্রমভিত্তিক শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এতে শিক্ষার্থীরা শিখবে আনন্দের সাথে, উৎসাহ, উদ্দীপনা নিয়ে আগ্রহের সাথে।