রাউজানে যথাযোগ্য মর্যদায় আন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। আন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে একুশের প্রথম প্রহরে রাউজান উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করার মাধ্যমে ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি, রাউজান উপজেলা প্রশাসন, রাউজান মুক্তিযোদ্ধা সংসদ, রাউজান থানা, রাউজান উপজেলা আওয়ামী লীগ, রাউজান পৌরসভা আওয়ামী লীগ, রাউজান উপজেলা যুবলীগ, রাউজান পৌরসভা, রাউজান উপজেলা যুবলীগ,রাউজান উপজেলা ছাত্রলীগ, রাউজান প্রেস ক্লাব, সেন্ট্রাল বয়েজ অব রাউজান, রাউজান পৌরসভা কাপড় ব্যবসায়ী সমিতি, রাউজান খেলোয়াড় সমিতি, রাউজান উপজেলা ক্রীড়া সংস্থা, রাউজান আর আর এ সি সরকারী উচ্চ বিদ্যালয়, রাউজান সরকারী কলেজ সহ বিভিন্ন সামাজিক সাস্কৃতিক সংগঠন।
আন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাউজান উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ শেষে রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ সিকদারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্টিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি। অনুষ্টানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার বাবুল, রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান উপজেলা সহকারী কমিশনার ভুমি রিদুয়ানুল ইসলাম, রাউজান থানার ওসি আবদুল্ল্যাহ আল হারুন, আওয়ামী লীগ নেতা স্বপন দাশ গুপ্ত, শাহাজাহান ইকবাল, কামরুল হাসান বাহাদুর। আলোচনা সভায় রাউজান উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতারা ও রাউজানের বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও পৌরসভার কাউন্সিলর গন উপস্থিত ছিলেন।