1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে এক টুকরো জমি ও একটি ঘরের জন্য আকুতি অসহায় জাহানারার - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০২ মে ২০২৫, ০৭:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় গুজব ও অপতথ্যরোধে গনমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ব্রাক স্বাস্থ্যসেবিকে ধর্ষণ চেষ্টার অভিযোগ দিলেও ব্যবস্থা নেয়নি পুঠিয়া থানা পুলিশ ইয়াং জেনারেশন কারাতে দো’র বেল্ট প্রমোশন পরিক্ষা অনুষ্ঠিত সংস্কার ও নির্বাচন দুটিই হউক –নির্বাচনটা ঠিক কখন হবে রোডম্যাপ দিলেই দেশের মানুষ কেবল আশ্বস্ত হবে ……………ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল নবীগঞ্জের ইনাতগঞ্জে পলাতক আসামী গ্রেফতার আন্তর্জাতিক শ্রমিক দিবস : ব্যাপক প্রস্তুতি নিচ্ছে শ্রমিক কল্যাণ ফেডারেশন লাকসামে মাদ্রাসা ছাত্রী সামিয়াকে হত‍্যা করা হয়েছে: সংবাদ সম্মেলনে দাবী পরিবারের শেরপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত ঠাকুরগাঁওয়ে বসতভিটা সরিয়ে নিতে ৭ দিনের সময় দিয়ে ৩৪ জনকে নোটিশ ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

লালমনিরহাটে এক টুকরো জমি ও একটি ঘরের জন্য আকুতি অসহায় জাহানারার

লাভলু শেখ লালমনিরহাট থেকে।।
  • আপডেট টাইম : রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২২৩ বার
Exif_JPEG_420

২০১৮ সালের ২ ফেব্রুয়ারি স্বামীকে হারিয়ে ২মেয়ে-১ছেলের মুখে দু’বেলা দু’মুঠো খাবারের জন্য ৫বছর ধরে হোটেলের বুয়ার কাজ করে বেড়াচ্ছেন জমি-জমা, ঘর-বাড়ীহীন অসহায় -হতদরিদ্র ও বিধবা জাহানারা।

হোটেলে বুয়ার কাজ করে যা আনে তা দিয়েই দুঃখে-কষ্টে অতিবাহিত হচ্ছে তাদের জীবন।

লালমনিরহাটের পৌরসভার সুরকি মিলস্থ অন্যের ভাড়া ঘরের ভেতর রাত কাটে কোন মতে তাদের। ঘুমাতে হয় নর-বরে একটি বিছানায়।

তিনি জীবিকার তাগিদে সারাদিন থাকেন হোটেলে। তারপরও তার খোঁজ রাখেন না জনপ্রতিনিধিরা।

স্থানীয়রা জানান, এক মেয়েকে বিয়ে দিয়েছেন। অপর এক মেয়ে এতিম খানায় থাকেন। আর এক ছেলে মাদ্রাসায় পড়ে। তাদের পিছনে অনেক টাকা ব্যয় হয় জাহানারার। কেউ রাখেনা তাদের খবর।

এমন পরিস্থিতে সরকারী ঘর পাওয়ার যোগ্য হয়েও কয়েক দফায় সরকারি ঘর বরাদ্দ হলেও আজও তার ভাগ্যে জোটেনি একটি সরকারী ঘর।

জাহানারা এক টুকরো জমি ও একটি ঘরের জন্য আকুতি জানান।

সীমাহীন দুঃখ-কষ্ট ভারাক্রান্ত মনে চোখ মুছতে মুছতে কথা বলছিলেন, লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে নিহত প্রতিবন্ধী পত্রিকার হকার আমিনুলের স্ত্রী বিধবা জাহানারা (৩৭)। ৫বছর থেকে হোটেলে বুয়ার কাজ করে চলেছে তিনি ও তার পরিবার। নিজের বলতে কিছুই নেই তাদের।

তিনি জীবিকার তাগিদে সারাদিন অন্যের হোটেলে বুয়ার কাজ করেন। জনপ্রতিনিধিরা রাখেনা খোঁজ, আজও তার ভাগ্যে জোটেনি স্বপ্নের সেই এক টুকরো জমি ও একটি ঘর।

লালমনিরহাট সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মশিয়ার রহমান জানান, জাহানারা জেলা প্রশাসক বরাবরে আবেদন করলে জেলা প্রশাসক তখন আমাদের এখানে পাঠাবে, আমরা তখন ব্যবস্থা গ্রহন করবো।
প্রঙ্গগত, ২০১৮ সালে ২ ফেব্রুয়ারি লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে আমিনুল ইসলাম (৪৫) নামে প্রতিবন্ধী পত্রিকা হকারের মৃত্যু হয়েছে মর্মে সে সময়ে বিভিন্ন পত্র-পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয় মর্মে জানা গেছে। বিধবা জাহানারার মানবিক সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net