চট্টগ্রামের বাঁশখালীতে অস্ত্রসহ মো. হারুন (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৭। গ্রেপ্তারকৃত হারুন উপজেলার দক্ষিণ জলদির মো. আলী প্রকাশ মাহাদ আলীর ছেলে।
শুক্রবার (১০ মার্চ) রাত আনুমানিক ১১টায় পৌরসভার জলদি মিয়ার বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় দেহ তল্লাশীকালে আসামীর পরিহিত লুঙ্গীর কোমড়ে গোজানো অবস্থায় ১টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে র্যাব-৭।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার রাত আনুমানিক ১১টায় পৌরসভার জলদি মিয়ার বাজার এলাকায় অভিযান চালানো হয়। এসময় হারুন নামে এক যুবকের দেহ তল্লাশি করে অস্ত্র উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, উল্লেখিত জব্দকৃত অস্ত্র দিয়ে দীর্ঘদিন যাবৎ স্থানীয়ভাবে এলাকায় প্রভাব বিস্তার করে আসছে। এছাড়াও বিভিন্ন মাদক ব্যবসায়ীদের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও বহনে নিরাপত্তা নিশ্চিত কল্পে উল্লেখিত জব্দকৃত অস্ত্র ব্যবহার করত মর্মে জানায় সে।
গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।