ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনের উদ্যোগে ৩০ মার্চ বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা ও সন্ত্রাস নাশকতা প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ঠাকুরগাঁও-২ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব দবিরুল ইসলাম এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বালিয়াডাঙ্গী উপজেলা ভাইস চেয়ারম্যান মাজেদুর রহমান, এছাড়া আরো বক্তব্য রাখেন- বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামীলীগের সহ -সভাপতি জুলফিকার আলী,বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ খায়রুল আনাম, বালিয়াডাঙ্গী উপজেলা প্রেসক্লাবে সভাপতি মোঃ রাজিউর রহমান জেহাদ রাজু, বালিয়াডাঙ্গী উপজেলা প্রেসক্লাবে সাধারণ সম্পাদক মোঃ মজিবর রহমান শেখ, পাড়িয়া বিজিবি র কোম্পানী মোজাম্মেল, নাগরভিটা বিজিবি র কোম্পানী কমান্ডার কমান্ডার সোলাইমান, চাড়োল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিলীপ কুমার চ্যাটার্জী বাবু, ধনতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সমর কুমার চ্যাটার্জি, আমজানখোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকালু মোহাম্মদ, সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, ফায়ার সার্ভিসের কর্মকর্তা,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ,মসজিদের ইমাম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ এসময় বক্তব্য রাখেন।
সভায় উপজেলার সার্বিক আইন শৃংখলা সহ বিভিন্ন বিষয়ে ব্যাপক আলোচনা করা হয়, এবং বিভিন্ন সমস্যার দূত সমাধানের জন্য নির্দেশ দেওয়া হয়।