কুমিল্লার তিতাস উপজেলায় পৃথক তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত দ্বিতল ভবনের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (৫ মার্চ) সকালে নবনির্মিত তিনটি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের উদ্বোধন করেন কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী।
বিদ্যালয়গুলো হলো উপজেলার জগতপুর ইউনিয়নের সাগরফেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভিটিকান্দি ইউনিয়নের আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ভিটিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়। যার ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৪৫ লাখ ৮৫ হাজার টাকা।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লায়লা পারভীন বানু, উপজেলা প্রকৌশলী শহিদুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শওকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শাহিনুল ইসলাম সোহেল সিকদার, আলম সরকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাকির মুন্সি, উপজেলা যুবলীগের আহ্বায়ক ও কড়িকান্দি ইউপি চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ, যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান কিরন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি সাজ্জাদ সিকদার, কলাকান্দি ইউপি চেয়ারম্যান ইব্রাহিম সরকার, জগতপুর ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান, জগতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক টিটু, ভিটিকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এইচ এম এখলাছ, আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর চন্দ্র সুত্রধর, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান তুষার ও সাধারণ সম্পাদক খাইরুল খন্দকার রুবেলসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।