বাঁশখালীতে পুকুরে ডুবে মরিয়ম আক্তার (৪) নামে এক শিশুর মৃত্যু ঘটেছে।
রোববার (৫ মার্চ) দুপুর ২টার সময় উপজেলার শীলকূপ ইউনিয়নের মনকিচর গ্রামের ২ নম্বর ওয়ার্ড এলাকার হেড পাড়ায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহত শিশু মরিয়ম আক্তার ওই এলাকার ছৈয়্যদুল ইসলামের মেয়ে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য সিদ্দিক আকবর বাহাদুর বলেন, ‘শিশু মরিয়ম বাড়ির সদস্যদের অগৌচরে খেলা করতে গিয়ে এক দীর্ঘ সময় তার খবর পাওয়া যায়নি। অনেক খোঁজাখুঁজির পর তাকে পুকুরে ভাসমান অবস্থায় দেখে সেখান থেকে উদ্ধার করে স্থানীয় উপজেলা হাসপাতালে নিয়ে যায়।’
উপজেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।