নোয়াখালী জেলা সদরে রূপসী বাংলা সুইটস এন্ড স্নেকস এর প্রতিষ্ঠানে লুটপাট, জবর দখল ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পবিত্র চন্দ্র পাল।
সকালে নোয়াখালী জেলা প্রেসক্লাব অডিটোরিয়ামে ভুক্তভোগী পবিত্র চন্দ্র পাল জানান, আমি দীর্ঘ ১০ বছর যাবত ব্যবসা করে আসিতেছি। আমি একই দোকানে সুইটস এন্ড স্নেকস ব্যবসা পরিবর্তন করে ইলেট্রনিক্স ব্যবসায় শুরু করি। আমার ভাড়া চুক্তির মেয়াদ ২০২৫ সাল পর্যন্ত থাকা সত্তেও¡ দোকানের মালিক হেলালের নির্দেশে আলমগীর ও আলমগীরের ছেলের বাহিনী আমাকে মারধর করে। আমি তৎক্ষনা ৯৯৯ কল করি। পুলিশ এসে আমাকে কোন সমাধান না দিয়ে আবার চলে যায়।
এ ঘটনায় আদালতে ২ টি মামলা চলমান থাকা অবস্থায় দোকানের তালা ভেঙ্গে আমাকে মারধর করে মালামাল লুটপাট করে নিয়ে যায়। আমি আপনাদের মাধ্যমে সুষ্ঠ তদন্তের মাধ্যমে ন্যায় বিচার প্রার্থনা করছি।