আজ বৃহস্প্রতিবার সকাল ১০ টায় বাঙ্গড্ডা আইডিয়াল মাধ্যমিক স্কুলের এসএসসি পরীক্ষার্থীর বিদায় ও দোয়া বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
সহকারী প্রধান শিক্ষক এরশাদ উল্লাহ সোহেল সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার সাইফুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের প্রচার সম্পাদক খন্দকার আলমগীর হোসাইন।
বিশেষ অতিথি ছিলেন উপস্থিত ছিলেন গিওর সরকারি কলেজের সহকারী অধ্যাপক ওসমান গনি মামুন, প্রভাতী ইন্সুরেন্সের সহকারী ম্যানেজার নাসির আহমেদ ভূঁইয়া, বাঙ্গড্ডা বাদশা মিয়া স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক নাজমুল হাসান রোমান, লিটল ফ্লাওয়ার স্কুলের সহকারী প্রধান শিক্ষক মুনসুর আলম মানিক, সাবেক প্রধান শিক্ষক মাসুদ হোসাইন, সাংবাদিক সাইফুল ইসলাম, ডা.ফরিদ আহমেদ মোল্লা, কিশোর কণ্ঠ পাঠক ফোরামের সভাপতি কবির বিন রফিক, আইডিয়াল স্কুলের শিক্ষক শাখাওয়াত হোসেন, নুর হোসেন প্রমুখ।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের প্রচার সম্পাদক খন্দকার আলমগীর হোসাইন বলেন, যে শিক্ষায় দেহ, মন এবং আত্মার সমন্বয় থাকে না, সে শিক্ষা কখনো সঠিক শিক্ষা হতে পারে না।
সরকারি কলেজের সহকারী অধ্যাপক ওসমান গনি মামুন বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষার সমন্বয় না থাকলে সে শিক্ষা জীবনে কোনো কাজে আসবে না।