গাজীপুর মহানগরের প্রতিটি অলিগলি, পাড়া মহল্লাবাসীর হৃদয়ে গাঁথা নামটিই হচ্ছে, এডভোকেট আজমত উল্লাহ খান। তিনি গাজীপুরের আওয়ামী লীগের রাজনীতিতে একটি নক্ষত্র।
তাই গাজীপুর আওয়ামী লীগের ইতিহাস আর আজমত উল্লাহ খানের রাজনীতি একই সুতোয় গাঁথা।তিনি গাজীপুর মহানগর আওয়ামী লীগকে করেছেন শক্তিশালী প্রাচীরে রূপান্তিত।
দলীয় নেতাকর্মীদের বটবৃক্ষের মতো ছায়া দিয়ে যাচ্ছেন। সুখে দুঃখে কর্মী-সমর্থদের পাশে আছেন তিনি।
দলীয় নেতারা মামলা হামলার শিকার হলে বিনা পয়সায় নিজেই আদালত পাড়ায় গিয়ে আইনি সহায়তা দেন প্রবীণ এই এডভোকেট।
মহানগর আওয়ামী লীগের মাঠ পর্যায়ের নেতাকর্মীরা বলেন, মেয়র হিসেবে সততা, যোগ্যতা, দুর্নীতিমুক্ত ও বিতর্কের ঊর্ধ্বে যদি বিশ্লেষণ করা যায়, তবে আজমত উল্লাহ খানের বিকল্প নেই।
বর্তমানে তিনি গাজীপুর মহানগর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে এক যুগ ধরে সততার সাথে দায়িত্ব পালন করছেন।
তাই নগরবাসীর হৃদয়ে গাঁথা নামটিই হচ্ছে, আজমত উল্লাহ খান। আগামি ২৫ মে অনুষ্ঠিত হবে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন।
এ নির্বাচনকে সামনে রেখে আজমত এর উপরই ভরসা করছেন নগরবাসী ও ওয়ার্ড কাউন্সিলররা। টঙ্গী পৌরসভার মেয়র থেকে দীর্ঘদিন জনপ্রতিনিধির বাইরে থাকলেও থেমে নেই জনগণের সেবা করা।
গাজীপুর মহানগর টঙ্গী ৫৬ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আলহাজ্ব মো: কামরুজ্জামান বলেন, আজমত উল্লাহ যদি নৌকার নমিনেশন পায় তাহলে আমার বিশ্বাস জনগণ তাঁকে ভোট দিয়ে নগরপিতার দায়িত্ব দিবে। তিনি টঙ্গী পৌরসভার তিনবারের পৌর মেয়র ছিলেন।
দীর্ঘদিন পৌর মেয়রের দায়িত্ব পালন করেছেন। তাঁর বিরুদ্ধে দুর্নীতি নিয়ে প্রশ্ন তোলার মত সুযোগ নেই। সে কথা স্বয়ং প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনা নিজেও জানেন।
মেয়র পদপ্রার্থী এডভোকেট আজমত উল্লাহ খান বলেন, ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রীর প্রতি আমার অগাধ বিশ্বাস আছে। এই ক্ষতিগ্রস্ত গাজীপুরকে ঢেলে সাজাতে হবে, তাও উনি ভালো করেই জানেন, তাই আমি আশাবাদী কিছু দিনের মধ্যেই একটি সুসংবাদ আসবে।