ফুটপাত ও রাস্তা দখল করে অবৈধ দোকানপাট স্থাপনের মাধ্যমে গাড়ি ও জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করা এবং ্ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে আনোয়ারা উপজেলা প্রশাসন । অবৈধভাবে সড়ক দখল, ফুটপাতে দোকান বসিয়ে মানুষের হাটা চলার রাস্তা বন্ধ করে গণউপদ্রব সৃষ্টি করা, রাস্তার জলাবদ্ধতা তৈরি করা যাতে বাজারে পানি জমে যানজট তৈরি হয়।রবিবার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, রাস্তা ও ফুটপাত দখলের বিরুদ্ধে বটতলী বাজার এলাকায় অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করে, দশ জনকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরও বলেন, এ-সব অবৈধ ভাবে রাস্তা দখল করে প্রতিবন্ধকতা সৃষ্টিকারীর বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে ।