মীরসরাইয়ে যানচলাচল স্বাভাবিক রাখতে এবং যাত্রী সাধারণের নির্বিঘ্নে চলাচলে করতে পারে ভোগান্তি কমাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই ওভারব্রিজ এলাকায় দখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সোমবার (১৪ আগষ্ট) দুপুর দেড়টা এ কার্যক্রম পরিচালিত হয়।
জোরারগঞ্জ চৌধুরীহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সোহেল সরকারের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
জোরারগঞ্জ চৌধুরীহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সোহেল সরকার বলেন, মহাসড়ক যানজট মুক্ত রাখতে রাস্তার পাশের অবৈধ স্থাপনা ও ফুটপাত উচ্ছেদ করা হচ্ছে। এছাড়াও যাত্রীদের যানজট ভোগান্তি কমাতে মহাসড়কে হাইওয়ে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।