আজ রবিবার (১০ ডিসেম্বর) বিশ্ব মানবাধিকার দিবস। ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষা ও উন্নয়নের লক্ষ্যে জাতিসংঘের সাধারণ পরিষদ মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গ্রহণ করে। এ ঘোষণার মাধ্যমে স্বীকৃত হয় মানবাধিকার সবার জন্য সমানভাবে প্রযোজ্য। জন্মস্থান, জাতি, ধর্ম, বর্ণ, বিশ্বাস, অর্থনৈতিক অবস্থা কিংবা শিক্ষাগত যোগ্যতা নির্বিশেষে মানবাধিকার সর্বজনীন ও সবার জন্য সমান। প্রতিটি মানুষ জন্মগতভাবেই এসব অধিকার লাভ করে। ঘোষণাপত্রের ৩০টি অনুচ্ছেদে প্রতিটি ব্যক্তির অধিকার ও রাষ্ট্রের দায়-দায়িত্বের বিষয়টি সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এ ঘোষণাপত্র গ্রহণের দিনটি প্রতিবছর বিশ্বব্যাপী মানবাধিকার দিবস হিসেবে পালিত হয়ে আসছে। এবছর এ দিবসটির প্রতিপাদ্য হচ্ছে-সবার জন্য মর্যাদা, স্বাধীনতা, এবং ন্যায়বিচার
বাংলাদেশে সাম্য, ন্যায়বিচার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৭২-এর সংবিধানে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সকল মানবাধিকারের নিশ্চয়তা প্রদান করা হয়েছে। আমাদের সংবিধান জাতিসংঘ ঘোষিত সর্বজনীন মানবাধিকারের সঙ্গে পুরোপুরি সঙ্গতিপূর্ণ।
ইসলামে মানবাধিকার একটি সুপ্রতিষ্ঠিত বিষয়।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব প্রিয়নবী মুহাম্মদ (সা.)
১৫ বছর বয়সে ফিজার যুদ্ধের চরম বীভৎস রূপ নিজ চোখে দেখে কোমল হৃদয়ে যে মানবতাবোধ জেগেছিল, তার ফলস্বরূপ নবুয়ত লাভের আগেই মানবাধিকার প্রতিষ্ঠার সুদূরপ্রসারী লক্ষ্য প্রতিষ্ঠা করেন ‘হিলফুল ফুজুল’ নামক সেবা সংস্থা। সমাজে সূচিত হলো শান্তির সুশীতল ধারা,
কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন, ‘এই কারণেই বনি ইসরাইলের প্রতি আমি এই বিধান দিলাম যে নরহত্যা অথবা দুনিয়ায় ধ্বংসাত্মক কার্য করা; হেতু ব্যতীত কেহ কাহাকেও হত্যা করলে সে যেন দুনিয়ার সকল মানুষকেই হত্যা করল, আর কেহ কারও প্রাণ রক্ষা করলে সে যেন সকল মানুষের প্রাণ রক্ষা করল।’ (সুরা-৫ মায়িদাহ, আয়াত: ২৭)।
পৃথিবীর নানা দেশে প্রতিষ্ঠিত মানবাধিকার সংগঠন দুনিয়ার মজলুম নির্যাতিত-নিপীড়িত মানুষের অধিকার নিয়ে কথা বলে আসছে।
পৃথিবীর মানুষ দুনিয়ার এ প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত নির্যাতনের শিকার। কেউ রাজনৈতিকভাবে নির্যাতনের শিকার। কেউ আবার ধর্মীয় সংখ্যালঘু হওয়ার কারণে বাড়ি-ভিটা, বাস্তুহারা হচ্ছে। আন্তর্জাতিক নানা ষড়যন্ত্রের কারণে বিশ্বের বিভিন্ন ধর্মের সংখ্যালঘুরা বৃহত্তর ধর্মীয় গোষ্ঠীর হাতে নির্যাতিত-নিষ্পেষিত। দিন দিন এ নির্যাতন বৃদ্ধি পাচ্ছে। কোনো দেশে রাজনৈতিকভাবে অধিকার থেকে বঞ্চিত। আবার কোথাও ধর্মীয় কারণে ভৌগোলিক রাজনৈতিক মারপ্যাচে নিরীহ মানুষ মানবাধিকার থেকে বঞ্চিত। একশ্রেণির ক্ষমতাধর ব্যক্তি, সমাজ, রাষ্ট্র এজন্য দায়ী। তাদের আধিপত্য অবৈধ ক্ষমতার দাপট প্রতিষ্ঠার জন্য এসব নির্যাতন। ক্ষমতাকে দীর্ঘায়ু করতে জুলুম, নির্যাতন, নিপীড়নের পথ বেছে নেয়। আজকের দুনিয়ার নানা দেশের রাষ্ট্রীয় শাসকও শাসন দেখলে তাই মনে হয়।
মানবাধিকারের সুফল উপভোগ করা একটি প্রক্রিয়া, যা চলমান এবং যার শেষ নেই। আজকের এই দিনে অসমাপ্ত কাজগুলো সম্পাদন এবং সবার জন্য মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে প্রত্যেকের অংশগ্রহণ ও অবদানের গুরুত্বের কথাই আমাদের স্মরণ করিয়ে দেয়।
ফিরোজ কবির
মহাসচিব |