চট্টগ্রাম চন্দনাইশে সাঙ্গু নদীর পাড়ে অবৈধভাবে মাটি কাটার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা ১ টি স্কেভেটর, মাটিভর্তি ২টি ট্রাক জব্দ করে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমান করেন।
গতকাল ১৫ জানুয়ারি (সোমবার) সকালে উপজেলার দোহাজারী পৌরসভার চাগাচর এলাকায় সাঙ্গু নদীর পাড়ে অভিযান চালিয়ে মাটি কাটার অপরাধে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইনে একই এলাকার গুল মোহাম্মদের ছেলে মো. সোহেল রানা নামে এক ব্যাক্তিকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত ১ টি স্কেভেটর, ২ টি বালুভর্তি ট্রাক জব্দ করেন। মোবাইল কোর্ট পরিচালনাকালে চন্দনাইশ থানা পুলিশের একটি টিম সহযোগিতা করেন।
চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধিঃ
এস.এম জাকির।
০১৮৩২৭৬৭৯১৮
১৫/০১/২০২৪খ্রী.