জামিয়া আহলিয়া দারুল উলূম হাটহাজারীর মিশকাত জামাতের অন্যতম গুরুত্বপূর্ণ কিতাব “তাফসীরে জালালাইন”-এর আখেরী দরস সম্পন্ন হয়েছে।
আজ বুধবার (১৭ জানুয়ারি) সকাল ১১টায় জামিয়ার সহযোগী মুহতামিম মুহাদ্দিছ ও প্রধান মুফতি আল্লামা মুফতি জসিমুদ্দীন ছাত্রদেরকে আখেরী দরসদান শেষে উপস্থিত ছাত্রদের উদ্দেশ্যে উপদেশমূলক নসীহত পেশ করেন।