1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নির্বাচিত হলে স্বল্প সময়ের মধ্যে অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবো : চৌদ্দগ্রাম পৌরসভায় নৌকার সমর্থনে জনসভায় সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
দেশের ইতিহাস ভুলে যাওয়াকে ফ্যাসিজম বলে : কবি ফরহাদ মজহার চৌদ্দগ্রামে কিশোর গ্যাং লিডার ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে সীমান্ত এলাকায় বিজিবির উদ্যোগে ৫ ‘শ শীতবস্ত্র বিতরণ নবীনগরে দেশীয় অস্ত্রসহ বসতবাড়ি থেকে একজন গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ভূল্লী থানায় সম্প্রীতি সমাবেশ–দেশের কল্যাণে এক হয়ে কাজ করার প্রত্যয় তিতাসে সাদপন্থীদের শাস্তি ও নিষিদ্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ঠাকুরগাঁওয়ের শীবগঞ্জে মারপিট ও হামলার ঘটনায় মামলা – গ্রেফতার-৩ জন ঠাকুরগাঁওয়ে আন্ত–ব্যাটালিয়ন ফুটবল ও ভলিবল প্রতিযোগিতার ফাইনাল গুইমারা উপজেলাধীন হাফছড়ি ইউনিয়ন বিএনপির কমিটি গঠিত ছাচ বাঁকা হলে তার পিঠাও বাঁকা হয়- মাগুরায় সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল

নির্বাচিত হলে স্বল্প সময়ের মধ্যে অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবো : চৌদ্দগ্রাম পৌরসভায় নৌকার সমর্থনে জনসভায় সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ জানুয়ারি, ২০২৪
  • ১০৪ বার

নির্বাচিত হলে স্বল্প সময়ের মধ্যে অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবো : চৌদ্দগ্রাম পৌরসভায় নৌকার সমর্থনে জনসভায় সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হ

মুহা. ফখরুদ্দীন ইমন

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রামে পৌরসভা আওয়ামী লীগের উদ্যোগে নৌকা মার্কার সমর্থনে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) বিকালে চৌদ্দগ্রাম এইচ জে সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক রেলপথ মন্ত্রী মো: মুজিবুল হক মুজিব এমপি।

প্রধান অতিথি বক্তব্যে সাবেক রেলপথ মন্ত্রী মো: মুজিবুল হক মুজিব বলেন, ‘আমি চৌদ্দগ্রামের মানুষের ভোটে চারবার এমপি নির্বাচিত হয়েছি। দুইবার সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদ সাহেব, একবার ডা. তাহের সাহেব আমার কাছে ফেল করেছেন। কাজী জাফর সাহেব ও ডা. তাহের সাহেব তাঁদের দলের বড় নেতা। কিন্তু, এখন যারা আমার বিরুদ্ধে প্রার্থী হয়েছেন তারা কি তাঁদের চেয়েও বড় নেতা হয়ে গেছেন? সত্যিকারের আওয়ামী লীগের নেতাকর্মীরা কখনো দলের সাথে বেঈমানী করতে পারেনা। যারা বেঈমানী-বিশ্বাসঘাতকতা করে নৌকার বিরুদ্ধে গিয়েছে তারা মুনাফিক, তাদের প্রত্যাখ্যান করুন। ৭ তারিখের নির্বাচনে নৌকার বাক্সে ভোট দিয়ে তাদের এ মুনাফেকীর জবাব দেবেন। যারা আমার প্রিয় মাতৃভূমি এ চৌদ্দগ্রাম  থেকে আমাকে বের করার ঘোষনা দিয়েছে, তাদের বিচার আপনাদের কাছে দিয়ে গেলাম।’

তিনি আরো বলেন, ‘চৌদ্দগ্রামের উনয়নে আমি কাজ করছি, নির্বাচনে আমাকে জয়লাভ করানোর পর আর যে যে কাজগুলো বাকী আছে তার তালিকা করে আমাকে দিবেন। আমি স্বল্প সময়ের মধ্যে সেসব কাজ করে দেব ইনশাআল্লাহ। এছাড়াও চৌদ্দগ্রামের আরো নতুন নতুন উন্নয়ন  করে আপনাদের জন্য চমক সৃষ্টি করার পরিকল্পনা আমার আছে।’ এ সময় তিনি ৭ তারিখ নিজ নিজ কেন্দ্রে গিয়ে উৎসবমুখর পরিবেশে ভোট প্রদানের জন্য দলীয় নেতাকর্মী সহ সাধারণ ভোটারদের প্রতি উদাত্ত আহ্বান জানান।

চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু এর সভাপতিত্বে এবং সহ-দফতর সম্পাদক আলমগীর হোসেন বিপ্লবের সঞ্চালনায় জনসভায় বক্তব্য রাখেন, সাবেক রেলপথ মন্ত্রী মো: মুজিবুল হক এমপির শিশু কন্যা জান্নাতুল মাওয়া রিমু, সহধর্মিনী ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হনুফা আক্তার রিক্তা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য কামাল উদ্দিন সিআইপি, সাবেক সচিব বীর মুক্তিযোদ্ধা আরিফুর রহমান, আওয়ামী লীগের কেন্দ্রীয় শ্রম ও জনশক্তি বিষয়ক উপকমিটির সদস্য এম. তমিজ উদ্দিন ভূঁইয়া সেলিম, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবিএম এ বাহার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ এনামুল হক খোন্দকার, আকতার হোসেন পাটোয়ারী, অধ্যাপক মফিজুর রহমান, আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ জসিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. আব্দুল মান্নান ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি ফারুক আহমেদ মিয়াজী, জাকির হোসেন ভূঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান জিএম জাহিদ হোসেন টিপু, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ছৈয়দ আহম্মদ ভূঁইয়া খোকন, ইউপি চেয়ারম্যান আবু তাহের, মোশারেফ হোসেন, নায়িমুর রহমান মজুমদার মাছুম, মাহফুজ আলম, হাজী জানে আলম ভূঁইয়া, কাজী ফখরুল আলম ফরহাদ, জাফর ইকবাল,খলিলুর রহমান মজুমদার, মাঈন উদ্দিন ভূঁইয়া, গোলাম মোস্তফা, এ কে খোকন, জাতীয় পার্টির নেতা খোরশেদ আলম, উপজেলা আওয়ামী সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, কামরুল হাসান মুরাদ, কামরুল আলম মোল্লা, সাবেক ছাত্রলীগ নেতা শাহেদুল আলম চৌধুরী টিপু, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি জামশেদ আলম, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল , উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌফিকুল ইসলাম সবুজ, সাধারণ সম্পাদক কাউছার হানিফ শুভ, চৌদ্দগ্রাম পৌর কাউন্সিলর সাইফুল ইসলাম পাটোয়ারী, মফিজুর রহমান, কাজী বাবুল প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম